বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রতিষ্ঠার ১৫ বছরেও স্মার্টকার্ড পায়নি কুবি শিক্ষার্থীরা

ফাইল ছবি
প্রতিষ্ঠার ১৫ বছরেও স্মার্ট কার্ড বা উন্নতমানের পরিচয় পত্র পায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বিভিন্ন সময়ে অনেকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উন্নতমানের পরিচয় দেয়ার আশ্বাস দিলে দৃশ্যমান কোন কার্যক্রম দেখা যায়নি। ফলে শিক্ষার্থীরা ব্যবহার করছে হাতে লিখিত বা এনালগ আইডি কার্ড।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা ও শিক্ষকদের জন্য রয়েছে উন্নতমানের পরিচয়পত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর হলের মাধ্যমে হাতে লিখিত কাগজের আইডি কার্ড পান। যার জন্য শিক্ষার্থীদের প্রদান করতে হয় ১০০ টাকা। নিম্মমানের হাতে লিখিত বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পেয়ে অনেক শিক্ষার্থী বরাবরই হতাশা প্রকাশ করেন। কেননা এই কার্ড দিয়েই পার করতে হবে বিশ্ববিদ্যালয় জীবন।
অন্যদিকে বছর না পেরুতেই নষ্ট হয়ে যাচ্ছে সেই কার্ড। তাছাড়া কাগজের হাতে লিখিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র হিসেবে অনেকে বিশ্বাস করতে চাই না।
বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মার্ট আইডি কার্ডের দাবি জানানো হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে পরিচয় পত্র প্রদানে বৈষম্য করেছে বলে নানা মন্তব্য করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত সময়ের মধ্যে স্মার্ট আইডি কার্ড দেয়া হবে বলে গণমাধ্যমে জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের সেই আশ্বাস এখনো বাস্তবতার ছোঁয়া পায়নি। আর শিক্ষার্থীরা এখনো পর্যন্ত স্মার্ট আইডি কার্ডের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন সময়।
ক্ষোভ প্রকাশ করে ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ আল্ হাবিব বলেন, ''বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পনেরো বছর পেরিয়ে গেলেও এখনো হাতে লিখা পরিচয়পত্র ব্যবহার করতে হচ্ছে। যেগুলো বছর যেতে না যেতেই ছিড়ে যায়, এমনকি ভিজলে নষ্ট হয়ে যায়। যেখানে চার বছরের জন্যে একটা স্টুডেন্ট পরিচয়পত্র দেয়া হয় তা ছয় মাস বা এক বছরও টেকসই হচ্ছে না ফলে বেশ লম্বা একটা সময় আমারদেরকে পরিচয়পত্র ছাড়াই চলতে হচ্ছে। যার ফলে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বিড়ম্বনার স্বীকারও হতে হচ্ছে।"
আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মূসা ভূঁইয়া বলেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তি বিপ্লবের যুগে এসে এরকম নিম্নমানের আইডি কার্ড দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সত্যিই অগ্রহণযোগ্য। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে অনতিবিলম্বে শিক্ষার্থীদের আধুনিক স্মার্টকার্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, 'এ ব্যাপারে কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে'।
আইনিউজ/খালেদুল হক
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক