Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

নীলক্ষেত মোড়ে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবিঃ সংগৃহীত

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা ও আসন্ন সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই- চলমান বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা ও আসন্ন সকল পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ