Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

খোলার পর যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

অবশেষে জানা গেলো কবে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই সাথে জানানো হয়েছে কীভাবে চলবে পাঠদান কর্মসূচি।

শনিবার রাতে সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে উপস্থিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আগামী মার্চ মাসের ৩০ তারিখ খুলে দেবো।

শিক্ষামন্ত্রী বলেন- আমরা আগেও যেভাবে বলেছি যে, হয়ত পর্যায়ক্রমে, একদম প্রথমে প্রাথমিকে যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত, তারা হয়ত প্রতিদিনই আসবেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দশম ও দ্বাদশ প্রতিদিন আনব। বাকিগুলো হয়ত প্রথমে সপ্তাহে একদিন আসবে, তারপর থেকে সপ্তাহে দুইদিন করে আসবে। তারপর পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে নিয়ে যাব।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা কয়েক ধাপে বাড়িয়ে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

৩০ মার্চ থেকে খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

Green Tea
সর্বশেষ