Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

শাবিতে সমাজকর্ম বিভাগের কর্মশালা সোমবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ কর্তৃক ‘ফিল্ড প্র্যাকটিক্যাম ইন সোশ্যালওয়ার্ক’ শীর্ষক কর্মশালা সোমবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সোমবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় আরো উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সোশ্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. ফয়সল আহম্মেদ।

সার্বিক বিষয়ে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ‘সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ফিল্ডওয়ার্কের গুরুত্ব অনেক, তারই জন্য প্রত্যেক বছর আমরা এ কর্মশালার আয়োজন করে থাকি। আশা করি এ কর্মশালার ফলে বিভাগের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।’

কর্মশালায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন ।

আইনিউজ/জিএম ইমরান

Green Tea
সর্বশেষ