Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২, ৪ মার্চ ২০২১

ডিজিটাল পদ্ধতিতে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় দুই বছর বন্ধ থাকার পর এবার সরাসরি ডিজিটাল পদ্ধতিতে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি। এরইপ্রেক্ষিতে প্রথম ধাপে পাইলটিং হিসেবে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় আগামী সপ্তাহ থেকে শুরু হবে এ কার্যক্রম।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, চলতি বছর থেকে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে সফটওয়্যার তৈরির কাজও সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে (সম্ভাব্য ৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ বদলি কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম দিকে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় পাইলটিং হিসেবে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। এতে কোনো ধরনের ভুলক্রটি ধরা পড়লে তা সংশোধন করে দেশের সব জেলায় একযোগে বদলি কার্যক্রম শুরু করা হবে।

বদলিতে স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিপিইর এক কর্মকর্তা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারিতে শুরু হয়ে চলে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিবছর এই বদলি ওঠে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ। আধিদফতরের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। এসব অভিযোগ আমলে নিয়েই অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ