শাবি প্রতিনিধি
ছাত্রীকে উত্ত্যক্ত করায় শাবি ছাত্রলীগ নেতাকে লিখিত সতর্কতা

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীন
ছাত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের বিরুদ্ধে।
আর এ অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসান স্বাধীনকে সাইবার বুলিংয়ের জন্য দোষী সব্যস্ত করে তাকে লিখিতভাবে সতর্ক করেছে শাবির যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেল।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, শাবির ‘যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেল’র সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।
অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীবলেন, ভিক্টিম ছাত্রীর অভিযোগ পাওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে মেহেদী হাসান স্বাধীনের সাথে যোগাযোগ করি। তারপর তদন্ত কমিটি তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়ায় আমরা এ ব্যবস্থা নিয়েছি।
উল্লেখ্য, ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী অভিযুক্ত মেহেদী হাসান স্বাধীন শাবির রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি। তিনি শাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারী।
আইনিউজ/জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক