Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ৫ মার্চ ২০২১
আপডেট: ২৩:২৭, ৫ মার্চ ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ৮ জুন

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ৮ জুন থেকে। যা চলবে ২২ জুন পর্যন্ত।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুসারে, আগামী ৮ জুন থেকে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২৮ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এছাড়া প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ই জুলাই পর্যন্ত। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১২ আগস্ট থেকে। 

সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ