Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ৭ মার্চ ২০২১

৭ মার্চের ভাষণ ভবিষ্যতেও অনুপ্রেরণা দেবে : ঢাবি উপাচার্য

সভায় বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

সভায় বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অতীতে বাঙালি এমনকি পৃথিবীর সব জাতিকে অনুপ্রেরণা দিয়েছিল এবং ভবিষ্যতেও অনুপ্রেরণা দিয়ে যাবে। এটি ছিল একটি দূরদর্শী ভাষণ। আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা ও তাৎপর্যের কারণে এ ভাষণ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ এবং মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হয়েছে।’

রোববার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ‘এই বছর ৭ মার্চের একটি স্বতন্ত্র তাৎপর্য রয়েছে। একইসঙ্গে তিনটি সন্ধিক্ষণে আমরা এ বছর দিবসটি পালন করছি। এগুলো হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধকে লালন করে যার পথ চলা তার শতবার্ষিকী।’

তিনি বলেন, ‘এ বছর আরেকটি মাইলফলক আমরা অর্জন করেছি। সেটি হচ্ছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের জন্য জাতিসংঘ চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এটি জাতির একটি মহান অর্জন। প্রধানমন্ত্রী এই অর্জন তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন। কেননা তরুণ প্রজন্মই ৭ মার্চের গুরুত্ব অনুধাবন করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিজেদের উৎসর্গ করবে।’

সভায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ। 

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অনলাইনে সভায় অংশ নেন।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ