Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ১০ মার্চ ২০২১
আপডেট: ১৬:০১, ২৪ মার্চ ২০২১

রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষায়

ভর্তি পরীক্ষা। ফাইল ছবি

ভর্তি পরীক্ষা। ফাইল ছবি

আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অংশ নিতে চলেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এবার এক লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন। গত বছর যে সংখ্যা ছিল প্রায় ৭২ হাজার শিক্ষার্থী। 

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে করোনার কারণে এখন পর্যন্ত খুলে নি দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। নেয়া হয়নি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও। এমন পরিস্থিতিতে এতো বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এ ভর্তি পরীক্ষাকে কঠিন চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগের কয়েক বছর ১৯টি পরীক্ষা কেন্দ্রে ভেন্যুর সংখ্যা মাত্র ৩২টি থাকলেও সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে।

ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামী ১৪ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করবেন। এসময়কোন পরীক্ষা কেন্দ্রের কোন ভেন্যুতে আসনবিন্যাস কিভাবে হবে, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে বণ্টন করা হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এ বছর এক লাখ ২২ হাজার ৮৭৪টি আবেদনের হিসাবে এ বছর আসনপ্রতি লড়বেন ২৮ জনের বেশি।

এ বিষয়ে চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের অধ্যাপক ডা. আহসান হাবিব বলেন, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এইচএসসিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আগের ফলাফল অর্থাৎ জেএসএস ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল (অটো পাস) দেয়া হয়। ফলে এ বছর রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

তিনি বলেন, আবেদনকারী বেশি হওয়ায় ভেন্যুর সংখ্যা বাড়ছে। ১৯টি কেন্দ্রে সাধারণ ৩২টি ভেন্যু রেখে আসছি আমরা। এবার ইতোমধ্যেই ৫২টির প্রস্তাব পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

ডা. আহসান হাবিব আরও বলেন, ‘পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক ও শিক্ষকসহ অনেক জনবল প্রয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র পাঠানো নিশ্চিত করতে হবে। তবে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তারা পরিকল্পনা অনুসারেই প্রস্তুতি গ্রহণ করছেন।’ আগামী ১৪ মার্চে বৈঠক থেকে বিস্তারিত নির্দেশনা আসবে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ