Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৯, ২২ মার্চ ২০২১

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ১৬তম কমিটির দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত ১৭তম কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ ‘দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান- ২০২১’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শাবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাব’র সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি ও ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দায়িত্ব হস্তান্তর ও অভিষেক এ দুই ভাগে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম দায়িত্ব হস্তান্তর অংশে ১৬তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি আরাফ আহমেদ। 

পরবর্তীতে বক্তব্য রাখেন ‘শাবি প্রেসক্লাব নির্বাচন- ২০২১’ এর নির্বাচন কমিশনার মো. সাইফুজ্জামান ভূঁইয়া। এসময় নির্বাচন কমিশনারদের হাতে ১৬তম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় ১৬তম কমিটির সভাপতি হোসাইন ইমরান আনুষ্ঠানিকভাবে ১৭তম কমিটির সভাপতি জুবায়ের মাহমুদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাব’র সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, শিক্ষক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম এবং রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়কে মানুষের কাছে তুলে ধরার মহান দায়িত্ব পালন করছেন প্রেসক্লাবের সদস্যরা। বিশ্ববিদ্যালয়র সমৃদ্ধির জন্য ইতিবাচক খবরের পাশাপাশি যে কোনো ধরনের সমালোচনা প্রেসক্লাবের সদস্যরা তুলে আনবে এমনটাই প্রত্যাশা করি। 

তিনি আরও বলেন, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির ব্যবহারে শাবিপ্রবি দেশের সকল বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে এবং এক সময় শাবিপ্রবি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম, নৃবিজ্ঞান বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন, লাইব্রেরী প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া, আইকিউএসির এডিশনাল ডিরেক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট মো. আবু সায়েদ আরফিন খান, সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, সহকারী অধ্যাপক জাভেদ কায়সার, চীফ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সহ সভাপতি হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ শাবি শাখার যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, সিনিয়র ছাত্রনেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, সদস্য আশরাফ কামাল আরিফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক উসমান গণি এবং ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক পাপ্পু রায়, স্বেচ্ছাসেবী সংগঠন কিন, মাভৈঃ আবৃত্তি সংসদ, স্বপ্নোত্থান, রিম, আজ মুক্তমঞ্চ, স্পোর্টস সাস্ট, থিয়েটার সাস্ট, দিক থিয়েটার, চোখ ফিল্ম সোসাইটি, সাস্ট স্কুল অব ডিবেট, সাস্ট সায়েন্স অ্যারেনা, জিডিএন সাস্ট, বাইনারি, বিএনসিসি ও প্রথম আলো বন্ধু সভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বাৎসরিক ম্যাগাজিন 'কথন-৩' এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় ১৭তম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সদ্য বিদায়ী ১৬তম কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

আইনিউজ/জিএম ইমরান

Green Tea
সর্বশেষ