Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২৪ মার্চ ২০২১

নির্দিষ্ট সময়েই হবে মেডিকেলে ভর্তি পরীক্ষা

এমবিবিএস পরীক্ষা পিঁছিয়ে যাবে এরকম গুঞ্জন থাকলেও সেটা মিথ্যা প্রমাণিত হলো। দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা পিঁছিয়ে যাবে না। এরকমটাই জানিয়েছে জানিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

আগামী এপ্রিল (শুক্রবার) সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ মাসের শুরু থেকেই এই ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। গত মার্চ দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ দাবিতে মানববন্ধন হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি না মানলে অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন। তারা জানান, করোনার কারণে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। তাই মেডিকেলের পরীক্ষাও পেছানো উচিত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ