Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ২৪ মার্চ ২০২১
আপডেট: ১৭:১৫, ২৯ মার্চ ২০২১

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে চান ‘শাবি শিক্ষক সমিতি’

একাডেমিক এবং অবকাঠামোসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন প্রকল্পসমূহে ভূমিকা রাখতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাবি শিক্ষক সমিতি’। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন নবনির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।

বুধবার দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডিমক ভবন-বি এর ১০১ নম্বর রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সাধারণ-সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার,  সদস্য সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ, সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুুল হাকিম, সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ , সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম-সম্পাদক জিএম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম, রাশেদুল হাসানসহ  অন্যান্য সদস্যরা। 

মতবিনিময় সভায় শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রায় ১২০০ কোটি টাকার বাজেট হয়েছে। কিন্তু  বর্তমান প্রকল্পের কর্মকান্ডগুলো যাতে টেকসই হয় এবং বিগত প্রকল্পগুলোর ন্যায় অস্বচ্ছ না হয় সে লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবার সাথে কাজ করতে চাই। এমনকি আমাদের যে মূল লক্ষ্যে, শিক্ষা ও গবেষণার উন্নয়নেও আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই। এছাড়া, কেন্দ্রীয়ভাবে আমরা এ্যালামনাই গঠনের উদ্যোগ নিয়েছি। যেন, একটা প্লাটফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সহযোগিতা করতে পারেন। সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসন,  শিক্ষক এবং শিক্ষার্থীদের একটা প্লাটফর্মে আনতে চাই। যেন আমাদের মাঝে কোন বিভেদের দেয়াল না থাকে। আর এ লক্ষ্যে, সকলের সহযোগিতা চান শাবি শিক্ষক নেতৃবৃন্দ।

জিএম ইমরান/ শাবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ