Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৭:০৭, ২৭ মার্চ ২০২১

শাবির মুজতবা আলী হলের বর্ষব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচী

বৃক্ষরোপণ কর্মসূচী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল কর্তৃক বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট  সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সহকারী প্রভোস্ট ও সহকারী অধ্যাপক মো. ওয়াছেক মিয়া, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন এবং সহকারী অধ্যাপক এস এম সাঈদুর রহমান।

এসময় হলের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

আইনিউজ/জিএম ইমরান

Green Tea
সর্বশেষ