খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১৪:৪৮, ২৯ মার্চ ২০২১
সফলভাবে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শেষ করলেন কুবির তিন রোভার

কুবি রোভার স্কাউটের তিন সদস্য
‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, পরিবেশকে রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ সফলভাবে শেষ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটের তিন সদস্য।
'প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড' প্রাপ্তির লক্ষে গত ২৪ মার্চ চট্টগ্রামের লোহাগাড়া থেকে শুরু করে ২৮ মার্চ কক্সবাজারের টেকনাফ পর্যন্ত এ পরিভ্রমণ সম্পন্ন করেন তারা।
এতে পরিভ্রমণকারী দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। দলের অন্য দুই সদস্য হলে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন।
৫ দিনের এই পরিভ্রমণে রোভার দল প্রতিদিন সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন। এর মধ্যে ছিল রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করা, ধুমপান মুক্ত সমাজ গড়া, করোনার ভয়াবহতা তুলে ধরা এবং সচেতন করা।
এ বিষয়ে পরিভ্রমণ দলনেতা ও সিনিয়র রোভার মেট খোরেশদ আলম অনুভূতি প্রকাশ করে বলেন, এই পরিভ্রমণটি ছিল আমাদের জন্য একটি বিচিত্র অভিজ্ঞতা যা আমাদের নতুন অনেক কিছু শিখিয়েছে। কোনো পুঁথিগত বিদ্যা হয়তো এভাবে শেখাতে পারবে না। এই ৫ দিন হাঁটার সময় আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও মানসিকভাবে শক্ত ছিলাম। কোনো ধরণের পরিবহন ব্যবহার করা ছাড়াই ১৫০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, পরিভ্রমণকালীন সময়ে স্থানীয় পুলিশ প্রশাসনের অনেক বেশি সহযোগিতা পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা স্কাউটিংয়ে র্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক