নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০০, ২৯ মার্চ ২০২১
করোনা: কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনার বরাত দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে যে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ। যার ফলে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আগে বিশেষ অনুরোধে কওমি মাদরাসাকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হলেও বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় কওমি মাদরাসাও বন্ধ থাকবে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে।
উল্লেখ্য, করোনার ভয়াবহতা ঠেকাতে প্রায় এক বছর থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনাকালীন এ ছুটি গতবছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছিলো।
আইনিউজ/এসডি
সংশ্লিষ্ট নিউজ: করোনা প্রতিরোধে সরকারের ১৮ দফা জরুরি নির্দেশনা
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক