Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৫, ৩০ মার্চ ২০২১

স্ত্রীসহ করোনায় আক্রান্ত জবির সাবেক উপাচার্য মীজানুর রহমান

ড. মীজানুর রহমান

ড. মীজানুর রহমান

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

জবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার (২৯ মার্চ) স্যারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাই। স্ত্রীসহ স্যার ও তার গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গাড়িচালকের অবস্থা আশঙ্কাজনক।’

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ তিনি সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ নেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পুনরায় যোগদান করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ