Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ৩১ মার্চ ২০২১
আপডেট: ১৩:৫৯, ৩১ মার্চ ২০২১

অন্তরের জন্য অর্থ সংগ্রহে বন্যার ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তার সহপাঠী ইসরাত জাহান বন্যা।

‘ট্রীট’স ফর ইউ’ (Treats For You) নামে নিজের ফেসবুক পেইজে চকলেট ও মিষ্টান্ন তৈরি শেখাতে অনলাইনে ক্লাসের আয়োজন করেছেন তিনি৷ এ উদ্যোগের আওতায় প্রথম ধাপের ক্লাসটি আগামী ১৪-২২ এপ্রিল এবং দ্বিতীয় ধাপের ক্লাসটি নেওয়া হবে ১২-১৯ মে তারিখে। এই ক্লাসগুলোতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ১৪ এপ্রিল।

ইসরাত  জাহান বন্যা ও ‘ট্রীট’স ফর ইউ’ এ তৈরি চকলেট

নিজের এ উদ্যোগ সম্পর্কে ইসরাত জাহান বন্যা বলেন, "আমার সহপাঠী অন্তর সাহা, দীর্ঘ ৫ বছর ধরে সে কিডনি সমস্যা নিয়ে লড়াই করে আসছে। বর্তমানে তার দুটো কিডনিই প্রায় অচল। বাঁচতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। যার জন্যে প্রয়োজন প্রায় ৩০ লক্ষাধিক টাকা। তাই আমি আমাদের পেইজ থেকে অন্তরের জন্য এই উদ্যোগ নিয়েছি। আমরা অন্তরের জন্যে ২টা ক্লাস নিবো, প্রথম ক্লাসের লভ্যাংশের অর্ধেক এবং দ্বিতীয় ক্লাসের লভ্যাংশের পুরোটাই যাবে অন্তর সাহার চিকিৎসার জন্য।

তিনি আরও বলেন, অন্তরের জন্য নেওয়া দুটি ক্লাসের প্রথমটিতে ৩২ ধরনের চকলেট এবং ৫ ধরনের আইসক্রিম তৈরি শেখানো হবে। এ ক্লাসের জন্য ফি ধরা হয়েছে ৪০০ টাকা। আর দ্বিতীয় ক্লাসে শেখানো হবে ৯ ধরনের মিষ্টি তৈরি। এ ক্লাসের ফি ৩৫০ টাকা।

একইসাথে শেখানো হবে পণ্য মোড়কীকরণ, দাম নির্ধারণ, সংরক্ষণ পদ্ধতি, ব্যবসায় সংক্রান্ত পরিকল্পনাও। এছাড়া সারাজীবন ক্লাসে থাকার সুবিধাও থাকবে বলে জানিয়েছেন তিনি।

Green Tea
সর্বশেষ