শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:৫১, ৩১ মার্চ ২০২১
শাবি কর্মকর্তা সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ

মাস্ক বিতরণ কর্মসূচি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণরোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে মাস্ক, হ্যান্ড রাব ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।
বুধবার দুপুরে উপাচার্যের কনফারেন্স কক্ষে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় উপাচার্য কর্মকর্তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আমাদের সকলকে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসের ভেতরে ও অফিস চলাকালীন সময়ে অবশ্যই মাস্ক পড়তে হবে।
এসময় শাবি কর্মকর্তা সমিতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রানণ প্রতিরোধে কর্মকর্তা সমিতির এমন উদ্যোগ প্রশংসনীয়। আশা করি বিগত দিনগুলোর মতো সকল কর্মকর্তারা স্বাস্থবিধি মেনে অফিস করবেন। আমরা সবাই মিলে একটা পরিবার। আমাদের কেউ আক্রান্ত হলে আমরা তাদের দেখাশুনা করবো। আমরা সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা করে যাবো।
অনুষ্ঠানে শাবি কর্মকর্তা সমিতির সভাপতি তাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, শাবি কর্মকর্তা সমিতির সহ-সভাপতি হেলাল হোসেন দেওয়ান, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, সদস্য মো. মুজিবুর রহমান, এস এম খাইরুল আক্তার, মো. ফখর উদ্দিন, মো. ইউনুস আলী, আহমেদ মাহবুব ফেরদৌসী, আবু সাদাৎ মো. সায়েম প্রমুখ।
এসময় শাবি কর্মকর্তা সমিতির সভাপতি তাজিম উদ্দিন বলেন, গত বছর করোনা ভাইরাসকে মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে গেছেন। সে সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে বিঘ্ন ঘটে নি। এবারও আশা করি আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করে যাবো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো।
আইনিউজ/জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক