খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১৮:৩২, ১ এপ্রিল ২০২১
হেফাজতের দেশবিরোধী কর্মকান্ডে কুবি শিক্ষক সমিতির নিন্দা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, 'দেশব্যাপী হেফাজত ইসলামের মৌলবাদী তাণ্ডবে, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও প্রতিকৃতিতে ভাঙচুর, সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ, জ্বালাও পোড়াও করে জনমনে আতংক সৃষ্টি করেছে এবং হতাহতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।
বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সাথে দেশের উন্নয়নের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। হেফাজতে ইসলাম এই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতির পিতার ভাস্কর্যে আঘাত করে তারা দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংস করতে চায়।
এছাড়াও শিক্ষক সমিতি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির দাবি জানায়।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক