শাবি প্রতিনিধি
আপডেট: ১২:১৮, ৬ এপ্রিল ২০২১
মারা গেছেন শাবির সাবেক অধ্যাপক মিরাজ উদ্দীন মন্ডল

ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গনিত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডলের মৃত্যুবরণ করেছেন।
সোমবার দুপুরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডলের বাড়ি রাজশাহীর নওগাঁয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও গনিত বিভাগে বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী।
তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিছুক্ষণ আগে তাঁর মৃত্যু সংবাদ পেয়ে খুবই মর্মাহত হয়েছি। আমরা তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গনিত বিভাগের সাবেক অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। শাবিপ্রবির গনিত বিভাগকে বিশ্বমানের বিভাগে রুপান্তর করতে অধ্যাপক মিরাজ উদ্দীনের অবদান অনস্বীকার্য। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক