শাবি প্রতিনিধি
আপডেট: ০০:০১, ১৩ এপ্রিল ২০২১
জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শাবি কর্মচারী ইউনিয়নের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন।
সোমবার (১২ এপ্রিল) কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার অনন্য অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার (৫ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জাহাঙ্গীর আলম। পরবর্তীতে শারীরিক অবস্থা আরো খারাপ হলে ঐদিন থেকেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর গতকাল রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে দশটায় চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
এরপর সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মতিউর রহমান। জানাযা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রহল সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সিইপি বিভাগের সিনিয়র ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আইনিউজ/জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক