Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:১০, ২১ এপ্রিল ২০২১

সালুটিকরের ‘বেদে’ সম্প্রদায়ের ঈদ সহায়তায় শাবির ‘স্বপ্নোত্থান’

সমাজের অন্যতম প্রান্তিক সম্প্রদায় 'বেদে' জনগোষ্ঠী। এ পেশার মানুষদের এখনো অচ্ছুৎ বলে মনে করেন অনেকে। পর্যাপ্ত সরকারি সাহায্য এখনো পৌঁছায় না তাদের কাছে। এর সাথে, করোনার দ্বিতীয় প্রবাহে পুরুষেরা কর্মহীন আর নারীদের কর্মসংস্থান কমে যাওয়ায় এক অনিশ্চিত জীবনের মুখোমখি হতে হচ্ছে তাদের।

আর্থিক সংকটের এ সময়ে,  সামর্থ্যের সবটুকু দিয়ে সিলেটের সালুটিকরের বেদে সম্প্রদায়ের সাথে এবছর ইদের খুশি ভাগাভাগি করে নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'। বুধবার (২১ এপ্রিল) বিষয়টি জানান, সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ।

মাইবাম দর্পন সিংহ বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে 'স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ - ২০২১' আয়োজন করতে যাচ্ছে । অনুষ্ঠানের অংশ হিসেবে, ইদবস্ত্রের অর্থ সংগ্রহের জন্য 'স্বপ্নোত্থান' আয়োজন করতে যাচ্ছে 'স্বপ্নোত্থান চ্যারিটি কুইজ কম্পিটিশন - ২০২১'। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, খেলাধুলা, এনালিটিক্যাল (বুদ্ধিমত্তা), বাংলা ছায়াছবি - মোট চারটি সেগমেন্টে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতি সেগমেন্টে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা। স্বপ্নোত্থান আয়োজিত এ প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সময়সীমা ২৫ এপ্রিল। প্রতিযোগিতার প্রত্যেক সেগমেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের জন্য পুরষ্কার হিসেবে থাকবে বই। 

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, 'প্রতিবছরের মতো আমরা এবারো সুবিধাবঞ্চিত একটি সম্প্রদায়ের মানুষের মধ্যে ইদের খুশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কেউ চাইলে তাদের জাকাত-ফিতরার একটি অংশও ইদবস্ত্রের জন্য দান করতে পারেন। এছাড়া, অর্থ সংগ্রহের জন্য করা কুইজ কম্পিটিশনে এখন পর্যন্ত আমরা সকলের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে সাড়া পেয়েছি। আমরা আশা করছি, রেজিস্ট্রেশনের বাকি দিনগুলোতেও সকলে এগিয়ে আসবেন।'


জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ