Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৩৫, ২১ এপ্রিল ২০২১

বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

স্পেনের সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শীর্ষ দুই ও তিনে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল এবং চীনের সিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়।

গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতিবছরের এপ্রিল মাসে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে স্পেনে এই গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। গত সোমবার র‍্যাংকিং ২০২১ এর প্রতিবেদন প্রকাশ করা হয়।

তালিকায় শীর্ষ দশে আরো রয়েছে - ৪. যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ৫. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ৬. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ৭. জনস হপকিনস বিশ্ববিদ্যালয়, ৮. মিসিগান বিশ্ববিদ্যালয়, ৯. ইউনির্ভাসিটি কলেজ লন্ডন ও ১০. ঝিজিয়ায়ং বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: দেশসেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

২০২১ সালে সারা বিশ্ব থেকে ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডেটাবেইসে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র‌্যাঙ্কিংয়ের জন্য বিবেচনায় নেয়া হয়েছে।

এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ২৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। দেশসেরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

গবেষণা, উদ্ভাবন ও সামাজিক অবস্থান এই তিন সূচকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে বশেমুরকৃবি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ