জাককানইবি প্রতিনিধি
আপডেট: ২১:২৬, ২১ এপ্রিল ২০২১
`শান্তি মশাল` এর উদ্যোগে ভার্চ্যুয়াল ওয়ার্কশপের আয়োজন

করোনাভাইরাসের বিস্তারে বিশ্বের প্রতিটি দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে নানারকম ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য। যার ফলে আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে সহিংসতার। এর পরিপেক্ষিতে 'শান্তি মশাল' এর উদ্যোগে "কোভিড-১৯ এর ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করাঃ যুবক, নারী ও ধর্মীয় নেতাদের ভূমিকা " বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপের আয়োজন করে।
২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২ টার সময় জুম এ্যাপস এর মাধ্যমে ওয়ার্কশপের আয়োজন করে। আজিজুল ইসলামের সঞ্চালনায় 'শান্তি মশাল' এর প্রজেক্ট এসিস্ট্যান্ট সাগর সরকার প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ওয়ার্কশপে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মাদ আব্দুল বারিক এবং সনাতন ধর্মের পার্থ প্রতিম গোস্বামী যুগ্ম আহবাহক বাংলাদেশ ব্রাহ্মণ সোসাইটি ক্লাব বাংলাদেশ।
প্রথম স্পিকার আব্দুল বারিক কুরআন, হাদিস ও সুন্নাহ এর আলোকে আলোচনা করেন। তার আলোচনায় বলেন," বিদায় হজ্জের ভাষণে রাসূল (সঃ) বলেন, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। কারণ তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য। "
সনাতন ধর্মের আলোচক পার্থ প্রতিম গোস্বামী সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থের আলোকে আলোকপাত করেন।
এই সেশনে সমাপ্ত বক্তব্য রাখেন আবু হোসেন হিমেল। তিনি বলেন,"সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে, প্রত্যেকে তাদের নিজ নিজে ধর্ম ও মতবাদকে পালন করতে দেওয়া।"
তিনি আরও বলেন, প্রথমত নিজেরা তা পালন করা এবং আশেপাশের সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সমাজ ও দেশে শান্তি ও সম্প্রীতি বজার রাখা।
উল্লেখ্য, শান্তি মশাল প্রকল্পটি পরিচালনা করছেন সানজিদা হক ভাবনা। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই প্রকল্পটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘নেটওয়ার্ক ফর রিলিজিয়াস অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার্স’ এর আওতায় আহা (অ্যাওয়ারনেস উইথ হিউম্যান অ্যাকশন) প্রজেক্টের একটি উদ্যোগ।
আইনিউজ/আজিজুল ইসলাম
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক