Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০১:০৬, ২৭ এপ্রিল ২০২১

বশেমুরবিপ্রবিতে অনলাইন ক্লাস শুরু, শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পুনরায় একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছেন। এর ফলে প্রায় ২০ দিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়টিতে আবারও অনলাইন ক্লাস শুরু হওয়ার আশা করা যাচ্ছে।

গতকাল (রোববার ২৫ এপ্রিল) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, গত ২৪/০৪/২০২১ ইং তারিখে উপাচার্য মহোদয় রিজেন্ট বোর্ড সভা আয়োজনের মাধ্যমে শিক্ষকদের আপগ্রেডেশন নিশ্চিত করেছেন এবং প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশনের বিষয়টি কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিন সদস্যের কমিটি গঠন করার বিষয়ে শিক্ষক সমিতিকে অবহিত করেছেন এবং দ্রুত আরও একটি রিজেন্ট বোর্ড করে প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন সম্পর্কিত নীতিগত সিদ্ধান্তটিকে কার্যকর করার বিষয়ে আশস্ত করেছেন। পাশাপাশি অতি দ্রুত শিক্ষা ছুটির বিপরীতে যোগদানকৃত শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি সমাধানেরও আশ্বাস প্রদান করেছেন তিনি। উপাচার্যের এসকল আশ্বাসের উপর ভিত্তি করে শিক্ষক সমিতির পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছে।

এছাড়া বিবৃতিতে নেতৃবৃন্দ ২৬/০৪/২০২১ তারিখ থেকে শিক্ষকবৃন্দকে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আইনিউজ/মারুফ/এসডিপি

Green Tea
সর্বশেষ