Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০০:৫৪, ২৭ এপ্রিল ২০২১

ঈদের আগে ৬ মাসের উপবৃত্তি পাচ্ছে ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী

ছবি: বিডি জার্নাল

ছবি: বিডি জার্নাল

একসঙ্গে ৬ মাসের উপবৃত্তির টাকা ঈদের আগেই পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছয়মাসের উপবৃত্তি দেওয়া হবে ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী। শুধু উপবৃত্তিই নয়, সেইসাথে ঈদের খরচের জন্য এককালীন আরও এক হাজার টাকাও দেওয়া হবে।

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক কোটি ৪০ লাখ ক্ষুদে শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে সরকার। প্রতারক চক্রের জালিয়াতি এড়াতে খুবই সতর্কতার সঙ্গে নতুন অর্থ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে সরকার।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর উপবৃত্তি কার্যক্রম বন্ধ থাকে। এ সময়ের বকেয়া অর্থ আগামী ১৫ দিনের মধ্যে মায়েদের কাছে পৌঁছে যাবে।

এ বিষয়ে প্রাথমিক উপবৃত্তির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের মায়েদের নগদ অ্যাকাউন্টে বকেয়া ৬ মাসের টাকা যাবে।  অর্থাৎ গতবছরের (২০২০ সাল) জুলাই থেকে ডিসেম্বরের অর্থ এ কিস্তিতে দেওয়া হবে।

তিনি বলেন, যেহেতু বিভিন্ন জায়গায় প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে, তাই আগামী এক সপ্তাহের মধ্যে ৫টি উপজেলায় পাইলটিং করা হবে। এতে যদি সব রিপোর্ট পজিটিভ থাকে তাহলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সারাদেশে উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে।মূলত প্রতারক চক্রের প্রতারণা এড়াতে এ কৌশল। আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গেও আলাপ করেছি। 

উল্লেখ্য, করোনাকালে এই উপবৃত্তি কার্যক্রম বন্ধ ছিলো প্রায় এক বছর। সর্বশেষ গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডাটাবেজ তৈরি করা হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ