শাবি প্রতিনিধি
আপডেট: ১৯:০৯, ২৮ এপ্রিল ২০২১
করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্যোগ নিয়েছে শাবির `কিন`

করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় সারাদেশে স্থবির পরিস্থিতি বিরাজ করছে। লকডাউনের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষজন। এ পরিস্থিতিতে দুর্দশাগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'KIN (কিন)' এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
বুধবার (২৮এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানায়, সংগঠনটির ওয়েব এন্ড এইড সেক্রেটারি মো. শিহাব ইসলাম।
বিজ্ঞপ্তি অনুসারে, নতুন আয়োজনের নাম "KIN ACTION AGAINST HUNGER 3.0"। প্রোগ্রামটিতে 'কিন স্কুল' এর শিক্ষার্থীদের পরিবার ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
উক্ত আয়োজনের সঠিক বাস্তবায়ন এবং পর্যাপ্ত ডোনেশন সংগ্রহের লক্ষ্যে "ROLL THE DICE TO SAVE A SMILE" প্রতিপাদ্যে কিন এর আয়োজন "KIN LUDO TOURNAMENT 2021"। এই আয়োজনে অংশগ্রহণ ফি এর সম্পূর্ণ অর্থ ব্যয় হবে কিন স্কুল এর শিক্ষার্থীদের পরিবার ও সাধারণ দুস্থ মানুষের সাহায্যে।
টুর্নামেন্টটিতে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ এপ্রিল। দুইটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিকে উল্লেখিত বিকাশ কিংবা রকেট নম্বরে সর্বনিম্ন -
- ৫০ টাকা (Singles এর জন্য)
- ১০০ টাকা (Doubles এর জন্য) SEND MONEY করতে হবে।
আর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বর এবং ট্রাঞ্জেকশন আইডি, গুগল ফর্ম এ সাবমিট করতে হবে।
বিকাশ (পারসোনাল): ০১৭২৮৯৫৫০৫৭ রকেট (পারসোনাল): ০১৮২৯১২৬৩৬৬০। নিম্নোক্ত গুগল ফর্ম পূরণ করে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গুগল ফর্ম লিংক (সিংগেলস):
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdONpwc_q2PX8ZH7AGv-CN0PB9XHbGKcmxp21WTSwsDwUtafA/viewform
গুগল ফর্ম লিংক (ডাবলস):
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc6L0eDj_Ee6zUTfbmgUXlKafMxkEhx3gBQ4GTHJ0FnquUyw/viewform
লুডো ইভেন্ট লিঙ্ক: https://fb.me/e/JuOkRS3m
মেইন ইভেন্ট লিঙ্ক: https://fb.me/e/BXVADOT0
যেকোনো প্রয়োজনে : ০১৬৪১৮৩০৯৬৯
জিএম ইমরান/ শাবি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক