Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৫, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫১, ২৯ এপ্রিল ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১ জুন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ৫ম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের আবেদন প্রক্রিয়া হবে দুই ধাপে। প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হবে ১ জুন, চলবে ১৫ জুন পর্যন্ত। প্রাথমিক বাছাইকৃতদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ২৪-২৯ জুন পর্যন্ত। চূড়ান্ত আবেদনে অবশিষ্ট থাকলে দ্বিতীয় পর্বে ১ জুলাই থেকে ৬ জুলাই আবেদন নেয়া হবে।

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৫ টাকা করে। উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত ফলাফলেরে ভিত্তিতে চূড়ান্ত আবেদন গৃহীত হবে। চূড়ান্ত আবেদনে ৪টি অনুষদের (এ, বি, সি ও ডি) জন্য ১১০০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য ইন্সটিটিউটের জন্য ফি ধরা হয়েছে ৭০০ টাকা করে।

বিস্তারিত জানতে https://ju-admission.org/

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ