নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৫, ১ মে ২০২১
এবার নেই `অটোপাস`, পরীক্ষা দিয়েই পেতে হবে সার্টিফিকেট

ফাইল ছবি
গত বছরের শিক্ষার্থীরা পেয়েছিলেন 'অটোপাশ'। এর ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে আবারও এমন সিদ্ধান্ত নেওয়া হবে কি না সেই প্রশ্ন উঠে আসছে শিক্ষার্থী-অভিভাবকদের। তবে আবারও 'অটোপাশ' দেওয়ার বিষয়ে না জানিয়েছে সরকার। এ বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি নীতি চূড়ান্ত করে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সংক্ষিপ্ত সিলেবাসের অধীনে এই দু'টি বৃহত্তম পাবলিক পরীক্ষা আয়োজনের উপর জোর দেওয়া হচ্ছে।
এ বিষয়ে গণমাধ্যমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, 'করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে আমরা এ বছর এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য অন্য কোনো বিকল্প পদ্ধতি অনুসরণ করব না। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গুরুত্বের সাথে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের বার্তা পৌঁছে দিতে বলা হচ্ছে।'
গত বছরের এসএসসি পরীক্ষার্থীরা মহামারি শুরু হওয়ার পূর্বেই পাঠ্যক্রম শেষ করতে পারলেও এইচএসসি পরীক্ষার্থীরা সেই সময়ের মধ্যে প্রাথমিক পাঠ্যক্রম সম্পন্ন করতে পেরেছিল। ফলে গত বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রাদুর্ভাবের কারণে এইচএসসি পরীক্ষা বাতিল করেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে সরকার 'অটোপাস' পদ্ধতির মাধ্যমে এসএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল।
তিনি জানান, এবছর সংক্ষিপ্ত পাঠ্যক্রমের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হলেই এসএসসি শিক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি শিক্ষার্থীরা ৮০ দিনের জন্য ক্লাস করবে। পরবর্তীতে পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্লাস সমাপ্তি এবং পরীক্ষা গ্রহণের মাঝে দুই সপ্তাহের ব্যবধান থাকতে পারে। আর যদি স্কুল-কলেজ পুনরায় চালু হতে এক বা দুই মাস দেরি হয় তাহলে পরীক্ষাও পিছিয়ে দেওয়া হবে। তবে ক্লাস চলবে।
তিনি আরও বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে পাসের সার্টিফিকেট নিয়ে যাক।
আইনিউজ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক