Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২ মে ২০২১
আপডেট: ০০:২১, ২ মে ২০২১

ছিন্নমূল মানুষের মাঝে কুবি ছাত্রলীগ নেতা সায়েমের ইফতার বিতরণ

বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়ছে শ্রমিক-দিনমজুর, রিকশাচালকদের মতো ছিন্নমূল মানুষেরা। এসব মানুষের মাঝে ইফতার বিতরণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

শনিবার (১ মে) ইফতারের পূর্বমুহূর্তে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার বাজারে অসহায় রিকশাচালক, অটো-ড্রাইভার, পথচারী ছিন্নমূল মানুষদের মাঝে প্রায় শতাধিক ইফতারের প্যাকেট বিতরণ করেন।

আবু সাদাৎ মো. সায়েম বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে পবিত্র মাহে রমজানের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়  কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। করোনা মহামারীর কারণে এখন দেশের অবস্থা ভালো না, তাই সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে।

এছাড়াও দিক নির্দেশনা প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ। এসময় সার্বিকভাবে সহযোগিতা করেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মী মেহেদি হাসান সাকিব।

Green Tea
সর্বশেষ