Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ৪ মে ২০২১
আপডেট: ১৭:৪১, ৪ মে ২০২১

অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো শাবির `কিন`

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংগঠনটির 'ওয়েব এ্যান্ড এইড' বিষয়ক সেক্রেটারি মো. শিহাব ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী টঙ দোকানদার এবং রিকশাওয়ালাসহ ৪০ জন  মানুষের মাঝে ৭ দিনের  খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি। KIN ACTION AGAINST HUNGER 3.0 এর উদ্যোগের আওতায় এ খাদ্যসামগ্রী  দেওয়া হয়।

এ উদ্যোগের আওতায়, আগামী ৬ মে KIN স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এবং 'KIN ইদবস্ত্র বিতরণ কর্মসূচি-২১' আয়োজন করা হবে।

উল্লেখ্য, KIN এর পাঁচটি উইংসের মধ্যে অন্যতম একটি হলো KIN স্কুল। শাবির আশেপাশের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের বিনামূল্যে শিক্ষাদান করে থাকে 'কিন স্কুল'। এছাড়াও প্রতিবছর কিন স্কুলের শিক্ষার্থীদের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে ইদবস্ত্রের পাশাপাশি তাদের পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়