Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ৫ মে ২০২১
আপডেট: ১৬:১৭, ৫ মে ২০২১

বেদে পল্লীতে শাবির স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণ

সিলেটের সালুটিকরের বেদেপল্লীর মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।

বুধবার (৫মে) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় এবারো অসহায় মানুষদের মুখে ইদের হাসি ফোটাতে  আয়োজন করেছে 'স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ - ২০২১'। এবারের আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো সমাজের প্রান্তিক সম্প্রদায় বেদেদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া।

এ লক্ষ্যে, ৫ মে (বুধবার) সিলেটের সালুটিকরের বেদেপল্লীর   মধ্যে এ বিতরণ সম্পন্ন করে স্বপ্নোত্থান। এ বিতরণে সর্বমোট ৪৬ জন মানুষের কাছে ইদের নতুন কাপড় পৌঁছে দেয় স্বপ্নোত্থান।

এ বিষয়ে স্বপ্নোত্থানের সিনিয়র সহ সভাপতি মোফাজ্জল হোসেন টিপু বলেন, 'স্বপ্নোত্থান প্রতিবছরই ইদে সমাজের প্রান্তিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ইদের খুশি বিতরণের চেষ্টা করে। এবারের আয়োজনও আমাদের কাজের এই ধারা অব্যাহত রাখার অংশ।সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা এবারও আমাদের এ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।'

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় জানান, 'প্রতিবার আমাদের স্বেচ্ছাসেবীরা ইদের সময় হলে বা মেসে যেয়ে অর্থ সংগ্রহ করে থাকেন। কিন্তু সর্বাত্মক লকডাউনের জন্য আমাদের পক্ষে এবার স্বশরীরে যেয়ে অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। মোবাইল ব্যাংকিং - এর মাধ্যমে সহায়তা এবং কুইজ কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।'

উল্লেখ্য যে, ইদবস্ত্র বিতরণের অর্থ সংগ্রহের জন্য স্বপ্নোত্থান আয়োজন করে 'স্বপ্নোত্থান চ্যারিটি কুইজ কম্পিটিশন - ২০২১'। এ অনুষ্ঠান হতে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হয় ইদবস্ত্র বিতরণের কাজে। এছাড়া, স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা অনলাইনে প্রচারণার মাধ্যমে অর্থ সংগ্রহও অব্যাহত রেখেছিলেন।

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ