বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট: ১৪:৩৬, ৬ মে ২০২১
করোনায় কেড়ে নিলো ইবি অধ্যাপকের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল।
বুধবার (৫ মে) রাত ১১টায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। বিভাগের সভাপতি প্রফেসর ড. অলীউল্যাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যান তিনি।
তার জানাজা ও দাফন পারিবারিক সিদ্ধান্তে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল দাওয়াহ বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক