শাবি প্রতিনিধি
আপডেট: ১৭:১৮, ৬ মে ২০২১
শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষক সমিতির শোক

ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বিরের নিহতের ঘটনায় 'শাবি শিক্ষক সমিতি' শোক প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে সিলেটের সুবিদবাজার পয়েন্টে শাবির এক শিক্ষার্থী ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত শিক্ষার্থী নাম মো. সাব্বির। যিনি রসায়ন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। শাবি শিক্ষক সমিতি মো. সাব্বিরের এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
পাশাপাশি, দোষীদের যথাযথ শাস্তিপ্রয়োগের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, সিলেট শহরের প্রধান সড়কের উপর ট্রাক চলাচল বন্ধ করে বিকল্প রাস্তা তৈরী করা এবং নিহতের পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
উল্লেখ্য, বুধবার (৫ মে) রাত ১০টার দিকে সিলেটের সুবিদবাজার পয়েন্টে মোটরসাইকেল চালানোকালীন পিছন দিক দিয়ে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে সাব্বির মারা যান।....বিস্তারিত
এ ঘটনায় নিহতের চাচা মো. জিল্লুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।....বিস্তারিত
এছাড়া সাব্বিরের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে শাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। পাশাপাশি সিলেট শহরে ভারী যানচলাচল নিয়ন্ত্রণের জন্যও দাবি করে।....বিস্তারিত
আইনিউজ/জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক