Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ৭ মে ২০২১
আপডেট: ১২:৪৭, ৭ মে ২০২১

সিলেটে বাইপাস সড়ক করার দাবি শাবির ছাত্র অধিকার পরিষদের

দ্রুততম সময়ের মধ্যে সিলেটে প্রয়োজনীয় সকল বাইপাস তৈরির দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৬ মে) রাতে সংগঠনটির শাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবি শিক্ষার্থী মো.সাব্বির আহমেদকে ট্রাক চাপায় হত্যা করা ঘাতক ড্রাইভারকে অতিদ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

সিলেট শহরে ও শহরের আশেপাশে ট্রাক চালকদের বেপরোয়া যান চলাচলের ঘটনা দিন দিন বেড়েই চলছে। একই সড়কের ফাজিলচিস্ত এলাকায় গত ১১ জানুয়ারি দুই মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হন। তিন মাসের ব্যবধানে আবারও সাব্বির আহমেদ ট্রাক চাপায় নিহত হন। আমরা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড মনে করছি এবং সাব্বির আহমেদের ঘাতক ট্রাকের মালিক পক্ষকে এবং চালককে দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি।

বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, আমরা জানি সিলেট বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত শহর। সিলেট শহরে সন্ধ্যা ৭টা হতেই শহরের ছোট সড়কগুলোত পাথরবাহী ট্রাক এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল শুরু করে। এই সড়কগুলোর অধিকাংশই ভারী যান চলাচলের উপযুক্ত নয়। এমতাবস্থায় সিলেট শহরের ভিতরে ভারী যান চলাচলের কোন যৌক্তিকতা নেই। ভারী-যান চালাচল সিলেট নগরবাসীর জন্য ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যও হুমকি স্বরূপ।

এমতাবস্থায় আমরা ছাত্র অধিকার পরিষদ, শাবিপ্রবি শাখা সাব্বির হত্যার প্রতিবাদে এবং সিলেটে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের জন্য নিম্নোক্ত দাবি  উত্থাপন করছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান করছি যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের জন্য ।

দাবিগুলো হলো:

১. ঘাতক ট্রাক ড্রাইভার এবং ট্রাক মালিক পক্ষকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে ।

২. দ্রুততম সময়ের মধ্যে সিলেটে প্রয়োজনীয় সকল বাইপাস তৈরি করে সিলেট শহরে দূরপাল্লার ভারী-যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।

৩. বাইপাস যতদিন তৈরি না হচ্ছে সিলেট শহরে সকল প্রকার ভারী যানবাহন চলাচলে নির্দিষ্ট সময় রাত ১২টা থেকে ভোর ৬টা করা, সর্বোচ্চ গতি সীমা ২০কিমি/ঘণ্টা নিশ্চিত এবং ওভারটেকিং এ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি 

Green Tea
সর্বশেষ