Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৫, ৭ মে ২০২১
আপডেট: ২১:০৫, ৭ মে ২০২১

বশেমুরবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে ১৭ সহকারী প্রক্টরের অনাস্থা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর ড. রাজিউর রহমানের প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন ২২ জন সহকারী প্রক্টরের মধ্যে ১৭ জন।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড .এ. কিউ. এম. মাহবুব বলেন, 'গতকাল অভিযোগটি হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয় খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, প্রক্টর ড রাজিউর রহমানের পদ অবৈধ। শুধু তিনি নয় চলতি দায়িত্বে থাকা উপাচার্য প্রফেসর ড.মো. শাহাজাহান এর সময় নিয়োগ পাওয়া সহকারী প্রক্টর পদও অবৈধ।

এসময় তারা আরও বলেন, প্রফেসর ড. মো. শাহাজাহান উপাচার্য ( চলতি দায়িত্বে) থাকাকালীন সময়ে নিয়োগ পায় প্রক্টর পদে। কিন্তু যা চলতি দায়িত্বে থাকা উপাচার্যের ক্ষমতার বাইরে।

এছাড়া ওই অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, উপাচার্যের চলমান দায়িত্বে থাকাকালীন একজন স্থায়ী উপাচার্যের গাড়ি, অফিস ব্যবহার করাসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। কিন্তু প্রফেসর ড .মো. শাহাজাহান এগুলো অবৈধ ভাবে ব্যবহার করেছেন।

প্রক্টরের প্রতি অনাস্থার কারণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী প্রক্টর বলেন, 'সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কয়েকটি বিষয়ে সহকারী প্রক্টর মহোদয়দের কে অবহিত না করা এবং সমন্বয়হীনতার প্রতি এই অনাস্থা তৈরি হয়।

এ বিষয়ে প্রক্টর ড রাজিউর রহমান বলেন, অফিসিয়ালি তিনি এ বিষয়ে এখনো অবগত নয়। তবে চলতি দায়িত্বে থাকা সাবেক উপাচার্য ড. মো. শাহাজাহান এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আইনিউজ/ মারুফ আহমেদ খান

Green Tea
সর্বশেষ