শাবি প্রতিনিধি
আপডেট: ২১:২৭, ৯ মে ২০২১
গিয়াস উদ্দিনের মৃত্যুতে শাবির অর্থনীতি অ্যালমনাই এসোসিয়েশনের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র গিয়াস উদ্দিনের অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন।
রবিবার অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক কাসমির রেজা একটি শোক বার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা অর্থনীতি বিভাগ অ্যালমনাই এসোসিয়েশন পরিবার তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
শোক বার্তায় আরো বলা হয়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রচেষ্টায় তার চিকিৎসা সহায়তার জন্য ফান্ড গঠিত হয়। সে অনুযায়ী তার চিকিৎসা চলমান ছিল। গিয়াস উদ্দিনের সহায়তা ফান্ডে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক