Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১২ মে ২০২১
আপডেট: ১০:১৫, ১২ মে ২০২১

গবেষণায় দেশের ২য় শাবির রসায়ন বিভাগ

রসায়ন বিজ্ঞান নিয়ে গবেষণায় দেশের সকল প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। ‘সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিং’অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এ স্থান অর্জন করে। 

২০২১ সালের র‌্যাংকিং তালিকায় বিভাগটির অবস্থান সম্পর্কে মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানা যায়।

তালিকায় থাকা অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ১ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ এবং বুয়েটের রসায়ন বিভাগ ৫ম স্থান অর্জন করে।

এ বিষয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রসায়ন বিভাগের এমন অর্জনে শাবি পরিবার গর্বিত। শিক্ষা ও গবেষণায় শাবির রসায়ন বিভাগ সবসময় দেশ এবং জাতির কল্যানে অবদান রেখে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করি। 

উল্লেখ্য, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব- এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে প্রতি বছরের এপ্রিল মাসে এ র‌্যাংকিং প্রকাশ করে তারা।

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ