শাবি প্রতিনিধি
আপডেট: ১৯:১৫, ১২ মে ২০২১
শাবির মেডিকেলে চালু হবে `হটলাইন` সেবা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সেবায় চালু হচ্ছে 'হটলাইন' সেবা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অধীনে ২৪ ঘন্টা এ সেবা দেওয়া হবে।
মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি জানান। তিনি বলেন, আমরা খুব দ্রুত মেডিকেল সেন্টারে একটা হটলাইন সেবা চালু করবো। যেখান থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই ২৪ ঘন্টা সেবা নিতে পারবে।
এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক মানের করার জন্য যা যা প্রয়োজন সব করবো। এতে আধুনিক সুযোগ সুবিধা সংযুক্ত করা হবে। আমরা ইতিমধ্যে করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করেছি। বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ আক্রান্ত হলে এখানে থেকে চিকিৎসা নিতে পারবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করা হচ্ছে। সে লক্ষ্যে, শিক্ষার্থীদের জন্য সবধরণের ঔষধ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
শাবি কোষাধ্যক্ষ বলেন, সামনের দিনগুলোতে মেডিকেল সেন্টারে শিক্ষার্থীরা সকল ধরণের ঔষধ পাবে। আমরা ইতিমধ্যে মেডিকেল সেন্টারকে ঢেলে সাজানোর জন্য নির্দেশনা দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা নতুন করে মেডিকেল সেন্টারকে সংস্কার করেছি। বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ যদি করোনা আক্রান্ত হয় সে জন্য আমরা মেডিকেল সেন্টার প্রস্তুত রেখেছি।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক