শাবি প্রতিনিধি
আপডেট: ১৭:২৫, ১২ মে ২০২১
সুবিধাবঞ্চিতের মাঝে ‘সাস্টিয়ান হবিগঞ্জ’র ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জে কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন 'সাস্টিয়ান হবিগঞ্জ'র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরের সোনালী ব্যাংক প্রধান কার্যালয় প্রাঙ্গণে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত ও করোনা সংকটে কর্মহীন নারী-পুরুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাকিল বলেন, বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্যতিক্রমধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ভালো গবেষক, উচ্চ শিক্ষিত, জ্ঞানী ও বিজ্ঞানী হিসেবে গড়ে তোলে না; শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। যার প্রমাণ হচ্ছে সাস্টিয়ান হবিগঞ্জের বছরব্যাপী মানবিক কার্যক্রম।
তিনি বলেন, শাবি থেকে শিক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের সক্ষমতা ও কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। পাশাপাশি মানবিক মূল্যবোধে ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সাস্টিয়ান হবিগঞ্জের সভাপতি তোফায়েল মোস্তফা তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংকের কর্মকর্তা শাহ মকসুদ আলী, হবিগঞ্জের এনডিসি শাহ জহুরুল হোসেন, আব্দুল হাই চৌধুরী সানু, জিয়াউর রহমান, শংকর চন্দ্র দেব, মো. আলমগীর, মো. ইব্রাহিম, জাকির হোসেন, মো. আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, হাসান সাঈদ, লিপটন দাশ প্রমুখ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে এনডিসি শাহ জহুরুল হোসেন বলেন, করোনা সংকটকালীন ঈদ উৎসবে অসহায় মানুষের পাশে থেকে সাস্টিয়ান হবিগঞ্জ অনন্য নজির স্থাপন করেছে। দেশের প্রতিটি সংকটে সাস্টিয়ান হবিগঞ্জ অসহায়দের পাশে থাকবে।
সংগঠনের সভাপতি তোফায়েল মোস্তফা তরফদার বলেন, সাস্টিয়ান হবিগঞ্জ শুরু থেকেই সংকটকালীন সময়ে জনগনের পাশে থেকেছে। করোনা সংকটকালে বেশ কয়েকবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বন্যা-খরা-শীতে অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি সহায়তা তহবিলে যেসকল সাস্টিয়ান অর্থ প্রদান করেছেন ও শ্রম দিয়ে মানবিক কার্যক্রমে সংশ্লিষ্ট থেকেছেন তাদের ধন্যবাদ জানান।
জিএম ইমরান/এসডি/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক