Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮, ১৭ মে ২০২১
আপডেট: ২০:২০, ১৭ মে ২০২১

বুধবার থেকে শাবির দাপ্তরিক কার্যক্রম শুরু

আগামী ১৯ মে বুধবার থেকে সীমিত পরিসরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। 

সোমবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “আগামী জুন মাসে আমাদের অর্থ বৎসর শেষ হবে। এছাড়া কয়েকটি দপ্তরে গুরুত্বপূর্ণ কাজ চলছে। আমাদের অনেক শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র তুলতে হয়। এসব দিক চিন্তা করে আগামী ১৯শে মে থেকে দাপ্তরিক কার্যক্রমসমূহ চলবে। "


উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি, ১লা মে মহান মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং অফিসসমূহ বন্ধ ঘোষনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Green Tea
সর্বশেষ