শাবি প্রতিনিধি
আপডেট: ১৯:৩০, ১৭ মে ২০২১
শাবি কর্মচারীর উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সমাবেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অফিস এটেন্ডেন্ট শামসুল ইসলামের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে টিলারগাঁওয়ের স্থানীয় এলাকাবাসী।
সোমবার সকাল সাড়ে ১০ টায় টিলারগাঁও পয়েন্টে স্থানীয় লোকজন এই সমাবেশ করেন বলে নিশ্চিত করেছেন শামসুল ইসলাম নিজেই।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসামীরা প্রকাশ্যে চলাফেরা করার পরও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আসামীদের সাথে পুলিশের টাকা লেনদেন হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেন বক্তারা। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এ বিষয়ে জালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন এক জনকে গ্রেফতার করা হয়েছে। এখানো মূল আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমরা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছি।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি। তবে ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও কেন আসামিদের গ্রেফতার করা যাচ্ছে না তা বুঝতে পারছি না।
জিএম ইমরান / শাবি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক