Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৫, ২০ মে ২০২১
আপডেট: ১৫:৩১, ২০ মে ২০২১

শাবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে সভাপতি ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইনকে সদস্যসচিব করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টির ডিন, সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো সাইফুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসাইন জানান, সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার বিভিন্ন পদ্ধতি নির্ধারণ করে এ কমিটি আগামী বৃহস্পতিবারে আরেকটি একাডেমিক কাউন্সিলে তা উত্থাপন করবে। মুলত পরীক্ষা কবে হবে, কিভাবে হবে সহ সার্বিক ব্যাপারে আগামী একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে। 

 

জি এম/ আইনিউজ

Green Tea
সর্বশেষ