Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

মারুফ আহমেদ খান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২৪ মে ২০২১
আপডেট: ১৪:০৭, ২৪ মে ২০২১

হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৪ মাস হল ও ক্যাম্পাস বন্ধ থাকায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করে।

সোমবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাস্তায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রত্যাহার করেন এবং প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা বলেন, 'সিনেমা হল খোলা, শপিংমল খোলা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন?'

তারা আরও বলেন,  শিক্ষাপ্রতিষ্ঠানে যদি করোনা বিস্তার লাভ করে তাহলে অফিস আদালত কলকারখানা কি করোনা থেকে মুক্ত? শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এত  প্রতিবন্ধকতা না দেখিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান তারা।

তাদের মধ্যে অনেকে বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা হতাশাগ্রস্ত আর তার চেয়েও বেশি হতাশায় আছেন আমাদের পরিবার। যেখানে পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরবো সেখানে বেকার হয়ে ঘুরতেছি। আমরা আর অনলাইন ক্লাস-পরীক্ষা নামক প্রহসন চাইনা, সরাসরি ক্লাসে উপস্থিত হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।'

শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করার অধিকার রয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ না এলে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতো। তবে আশা করছি সরকার দ্রুতই শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করবে।'

Green Tea
সর্বশেষ