নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫০, ২৬ মে ২০২১
শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম স্থগিত

কোভিড-১৯ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। তথ্যছক পূরণ এবং ডেটা এন্ট্রি সংক্রান্ত শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত ও স্কুল না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যানবেইস।
বুধবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজম্যান্ট সিস্টেম (IEUMS) এর প্রকল্প পরিচালক প্রফেসর মো. শামসুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপ-পরিচালকদের সঙ্গে আইইআইএমএস প্রকল্পের কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, `আইইআইএমএস প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হওয়ায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়ায় তথ্যছক পূরণ ও ডাটাএন্ট্রির কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের হাজির করার মাধ্যমে তথ্যছক সরবরাহ এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন জন্মসনদ জমা প্রদান সংক্রান্ত নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকিসহ অভিভাবকদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ‘
নির্দেশনায় আরও বলা হয়েছে, `শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম শুরুর পর ইউআইডি (UID) প্রদান সংক্রান্ত তথ্যছক পূরণের কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। তথ্যছক (ফর্ম) পূরণের সময়সীমা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়া ও ডেটাবেইস প্রস্তুতে তথ্যছক ফরম পূরণে এক নোটিশে নির্দেশনা দেয় ব্যানবেইস। সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যছক ফরম কার্যক্রম শুরু হয়।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক