মারুফ আহমেদ খান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২৩:৩৮, ৩১ মে ২০২১
ক্যাম্পাস খোলার দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) হল ও ক্যাম্পাস ১ জুন তারিখে খোলার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বশেমুরবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরে।
সোমবার (৩১মে) উপাচার্য বরাবর এ স্মারক লিপি প্রদান করা হয়। তাদের চার দফা দাবিগুলো হলো-
• স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আগামী ১ জুন বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করতে হবে।
• স্থগিত ও আটকে থাকা পরীক্ষাগুলো গ্রহণের জন্য দ্রুত রুটিন প্রকাশ করতে হবে।
• বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
• হল খুলে দিয়ে তাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, 'শিক্ষা জাতির মেরুদণ্ড। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা নানামুখি সমস্যার সম্মুখীন হচ্ছি, পড়াশোনাসহ সব কিছুতেই পিছিয়ে পড়েছি। দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দিয়ে দিন, স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করুন, স্বশরীরে পরীক্ষা গ্রহণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।'
উল্লেখ্য, বশেমুরবিপ্রবি সাধারণ শিক্ষার্থীরা গত ২৪মে সোমবার হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বৃদ্ধির আদেশ প্রত্যাখ্যান করে বিবৃতিসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে তারা।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক