Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

ফাইয়াজ ইশতিয়াক, নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ৩১ মে ২০২১
আপডেট: ২৩:২২, ৩১ মে ২০২১

নোবিপ্রবি শিক্ষার্থী রাকিনের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফারহানুজ্জামান রাকিন।

সোমবার (৩১ মে) দুপুরে ঢাকার কচুক্ষেত এলাকায় নিজ বাসায় বাথরুমে গলায় ডিশ লাইনের তার পেচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

মৃত ফারহানুজ্জামান রাকিনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। বিষয়টি নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

জানা গেছে, কয়েকমাস ধরে তিনি পরিবারের সাথে ঢাকার কচুক্ষেত এলাকায় বসবাস করছেন। তার বাবা একজন প্রবাসী। রাকিন পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মৃতের সহপাঠী ও শিক্ষকরা।

রাকিন বেশ কয়েকমাস ধরে মানসিকভাবে হতাশ ছিলেন। সবশেষ নোয়াখালীর মেস বাসা থেকে বেরিয়ে নিরুদ্দেশ ছিলেন তিনি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো: মহসিন বলেন, "রাকিনের অসময়ের বিদায় পুরো এগ্রিকালচার বিভাগ পরিবারকে শোকাহত করেছে। পারিবারিক কলহের জের ধরে রাকিন বেশ কয়েকমাস ধরে বেশ ডিপ্রেশনে ভুগছিলো। পরিবার থেকে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর আগেও পরিবারের সাথে রাগ করে নোয়াখালী থেকে বেশ কিছুদিন নিরুদ্দেশ ছিলো রাকিন। পরর্বতীতে এগ্রিকালচার বিভাগের শিক্ষক - শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে তাকে তার পরিবারের কাছে ফিরে দেওয়া হয়।"

মৃত রাকিনের সহপাঠী ফারিয়া নাজরীন বলেন, "আমরা অকালে আমাদের একজন সহপাঠীকে হারিয়েছি। বেশ কয়েক মাস যাবত রাকিন সকলের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো। রাকিনের এ অপ্রত্যাশিত বিদায় আমাদের শোকাচ্ছন্ন করে তুলেছে"।

Green Tea
সর্বশেষ