ক্যাম্পাস প্রতিনিধি
আপডেট: ১৩:৪৬, ১ জুন ২০২১
৭ দিনের মধ্যেই জবি খোলার বিষয়ে সিদ্ধান্ত

আগামী সাতদিনের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খোলার নির্দিষ্ট তারিখ জানানো হবে। জুনেই শুরু হবে ক্লাস ও পরীক্ষা। ইউজিসি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১ জুন) নির্দেশনা হাতে এলেই ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (৩১ মে) রাতে জবি উপাচার্য ড. কামালউদ্দিন আহমদ এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইউজিসির নির্দেশনা পাওয়ার পরে প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের সাথে মিটিং করে সাতদিনের মধ্যে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে যেসকল নির্দেশনা দিবে তা মেনে আমরা সেমিস্টার ফাইনালের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা পরীক্ষার নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। আমরা জুনেই সশরীরে ক্লাস-পরীক্ষা নেব এটা আগেই সিদ্ধান্ত নিয়েছি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়ে আমি শিক্ষার্থীদের পক্ষে আছি। যেকোনো মূল্যে আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হোক। আমি ব্যক্তিগতভাবে চেয়েছি ১৫ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে পরীক্ষা নেয়া হোক।’
আইনিউজ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক