Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ১ জুন ২০২১
আপডেট: ০০:১৪, ২ জুন ২০২১

অনলাইনে নয়, সশরীরে উপস্থিত হয়েই আগামী মাস থেকে ঢাবিতে পরীক্ষা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা সংক্রমণের কারণে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ আছে পরীক্ষাও। তবে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসিক হল না খুলে ও স্বাস্থ্যবিধি মানার শর্তে ১ জুলাই থেকে সশরীরে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া অসমাপ্ত পরীক্ষাগুলো ১৫ জুন থেকে সশরীরে নেয়া হবে।

মঙ্গলবার (১ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, গত ২৩ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত অনুযায়ী অনার্স ও মাস্টার্স পর্যায়ের যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেসব পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করে তাদের সম্মতিতে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট সব পরীক্ষাগুলো নেবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে একইভাবে সকল বর্ষের পরীক্ষা ১ জুলাই থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে গত ৬ মে এর সিদ্ধান্ত অনুযায়ী সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

তবে, শিক্ষার্থীদের টিকার আওতায় না এনে আবাসিক হল খোলা হবে না বলে জানান উপাচার্য।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ