শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:৫৯, ১ জুন ২০২১
শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক মস্তাবুর রহমান

ড. মোহাম্মদ মস্তাবুর রহমান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষক।
মঙ্গলবার সকালে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব বুঝে নেন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বলেন, আমার দায়িত্বের জায়গা থেকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে যে যে কাজ করা যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। শাবির স্বার্থ সংযুক্ত বিষয়ে সর্বদা সচেষ্ট থাকবো। এছাড়াও সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আগামীতে শিক্ষা ও গবেষণায় শাবি আরও বেশি সফলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করছি। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রাধ্যক্ষ, সিইপি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টরিয়াল বডির দায়িত্বসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালের ৫ অক্টোবর বিশ্বিবদ্যালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সেন্টার অব এক্সিলেন্সকে অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা কেন্দ্রীক সকল ধরণের সুযোগ, সুবিধা ও প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
জিএম ইমরান / শাবি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক